Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

যোগাযোগ ব্যবস্থাঃ ঐতিহ্যবাহী জাঙ্গালীয়া ইউনিয়নের মধ্যদিয়ে চলে গেছে হাইওয়ে তথা বিশ্বরোড। যাহা নরুন,আজমতপুর,ইটাখলা হয়ে সিলেট মহাসড়কে পৌছাবে। এই বিশ্বরোডকে চৌরাস্তায় পরিনত করেছে কালীগঞ্জ-কাপাসিয়া সড়ক যাহা আজমতপুর গ্রামের মধ্যস্থলে সৃষ্টি হয়েছে। এই ইউনিয়নের প্রানকেন্দ্র হল আওড়াখালী বাজার। এই বাজার থেকে উত্তরে কুলথু, আজমতপুর,বরাইয়া, দেওতলা পর্যন্ত পাকা রাস্তা কিন্তু দেওতলা থেকে নরুন পর্যন্ত বিশ্বরোডের কাজ চলায় এখনো পাকা হয় নাই। এই বাজার থেকে পশ্চিমে কাউলিতা, মরাশ, লোনাব ও পুনসহি পর্যন্ত পাকা রাস্তা। এই বাজার থেকে দক্ষিনে মৌশুন্ডি,জাঙ্গালীয়া পাকা রাস্তা। এই বাজার বৌন্না, ছাতিয়ানী ও রয়েন পাকা রাস্তা। এই বাজার থেকে জাঙ্গালীয়া হয়ে দুবরিয়া, বাঙ্গালগাঁও পাকা রাস্তা। কেবল মাত্র আজমতপুর গ্রামের উপর দিয়ে কালীগঞ্জ-কাপাসিয়া রাস্তাটি এখনো পাকা হয় নাই।

 

যাওয়ার মাধ্যমঃ এসব গ্রামে যাওয়ার মাধ্যম হল-রিকসা, আটো রিকসা, সি.এন.জি, টেম্পু ইত্যাদি।