Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জাঙ্গালিয়া ইউনিয়নের ইতিহাস

 

আগে চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়।১৯৫৪ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন ওছিউদ্দিন miKvi।তারপর পর্যায়ক্রমে গোলাম হোসেন সরকার, সাদত আলী গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন।বর্তমানে ২০টি গ্রাম ১৯টি মৌজা নিয়ে এই ইউনিয়ন   প্রতিষ্টিত। এখানে একজন চেয়ারম্যান, ৯জন মেম্বার ও ৩জন সংরক্ষিত মহিলা সদস্যা রয়েছে। প্রায় ১০ বছর আগেও ইউনিয়নের প্রতিটি রাসত্মা কাচা ছিল তখন যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা বা ট্রলার। কিন্তু বর্তমানে অধুনিকতার ছোয়ায় ইউনিয়নের প্রায় প্রতিটি রাসত্মাই পাকা হয়েগেছে।এই ইউনিয়নের কেন্দ্র স্থালে অত্র ইউনিয়ন পরিষদটি অবস্থিত যাহা আওড়াখালি বাজারের পাশে অবস্থিত। আওড়াখালি বাজার অত্র ইউনিয়নের সবচেয়ে বাড় ও জনপ্রিয় বাজার। এখানে সকলেই আঞ্চলিক ভাষায় কথা বলে। এবং এখানে হিন্দু ও মুসলমান দুই ধরনের লোক বসবাস করে। এই ইউনিয়নের অন্যতম অতিহ্য হল ঐতিহাসিক বেলাই বিল।